নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১৪,মে :: আসলে, কয়েকদিন আগে, রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ের সামনে রানিগঞ্জ থেকে আসানসোলগামী একটি মিনি বাসের ধাক্কায় আহত হন এমডি আতাউল। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময় বাস মালিক স্বীকার করেছিলেন যে আহত এমডি আতাউলের চিকিৎসায় যা কিছু খরচ হবে, বাস মালিক তা বহন করবেন, কিন্তু এখন বাস মালিক ফোনও তুলছেন না এবং তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না,
যার পর মঙ্গলবার পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন তীব্র প্রতিবাদ জানান। ঘটনাস্থলে পুলিশ দলও উপস্থিত ছিল। যারা হট্টগোল করছে তারা দাবি করছে যে আতাউলের চিকিৎসার জন্য যত টাকা খরচ হয়েছে তার পুরোটাই বাস মালিককে দিতে হবে কারণ তার কারণেই আজ আতাউলের এই অবস্থা।