ভারত নেপাল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করলে পানি ট্যাংকি থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল এসএসবি

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি  :: বৃহস্পতিবার ১৫,মে ::   ভারত-নেপাল সীমান্ত পানি ট্যাংকি থেকে এক বাংলাদেশীকে গ্রেফতার করলো এসএসবি এর বিশেষ টহল দল। অবৈধভাবে ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় ওই বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

ধৃত ওই বাংলাদেশি নাম মো. রেদয় খান। বয়স: ২৬ বছর। তার বাংলাদেশের ঠিকানা: গ্রাম পাটিকাবাড়ি দোহরশোইলা, ডাকঘর: ঈশ্বরদী, থানা: লালপুর, জেলা: নাটোর, বাংলাদেশ। ধৃত নেপাল থেকে ভারতে ঢুকেছিল।

জানা গিয়েছে সে বাংলাদেশ থেকে নেপালে পাসপোর্ট ভিসা করেই গিয়েছিল। কিন্তু ভারতে ঢুকছিল মেচি নদী টপকে। ধৃত ওই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার হতে তুলে দেই এসএসবি। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =