নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ১৫,মে :: আজ ধূপগুড়ি মন্ডলের অন্তর্গত বাড়ঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক গ্রীষ্মের ছুটির প্রজেক্ট এর জন্য ঘুরিয়ে দেখানো হয় ধূপগুড়ি থানা, ধূপগুড়ি পোস্ট অফিস ও মিলনী পাঠাগার।
মূলত থানায় কিভাবে অভিযোগ জানানো যায়, পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে চিঠিপত্র পাঠানো যায়, টাকা জমা করা ও তোলা যায় এবং পাঠাগারে কত রকমের বই পাওয়া যায়। তা পড়ার জন্য বাড়ি নিয়ে যাওয়া যায় সদস্য হলে এবং প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র পাঠাগারে থাকে। সেই সংবাদপত্র পড়ে আমরা বিভিন্ন সংবাদ জানতে পারি।
এসবই আজ শিক্ষার্থীদের কে জানানো হলো। শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের তিন শিক্ষক শ্রী তন্ময় কাঠাম, সাহারুপ আলম ও বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী জয় বসাক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক জানান পঞ্চম শ্রেণীর ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে আজ ৩২ জন হাজির হয়েছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে উপস্থিতির সংখ্যা একটু কম ছিল।
কয়েক মাস আগে নতুন করে মাথাচাড়া দেয় জন বার্লার দলবদলের জল্পনা। কারণ, প্রাক্তন সাংসদ নিজেই বলেছিলেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই বারলা যোগ দিলেন তৃণমূলে । ২০২৬ এর নির্বাচনে তৃণমূলের টিকিট পেতে আশাবাদী জন বারলা