নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বৃহস্পতিবার ১৫,মে :: প্রায় ৮ বছরের একটি শিশু আরিয়ান শেখ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার খড়িবোনা পদ্মা নদীতে চান করতে এসে পদ্মায় তলিয়ে যায় । সেই তলিয়ে যাওয়া দেহ আজ সকাল অনুমানিক প্রায় সাড়ে দশটার সময় ডুবুরি নিয়ে এসে উদ্ধার করা হলো।রানিতলা থানার ওসি অরিজিৎ ঘোষ এবং বিডিও সাহেবের সহযোগিতায় উদ্ধার করে তাকে নসিপুর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর তাকে লালবাগে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় । এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া ।