নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৬,মে :: বাংলা-বিহার সংযোগকারী রেলিং ভাঙ্গা দুর্বল সেতু দিয়ে ঝুঁকির পারাপার। সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে। ভেঙ্গে গিয়েছে রাস্তার একাংশ। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। হুঁস নেই প্রশাসনের। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সাদলীচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে খোকা মোড়ে জালাল খাড়ির উপরে সেতুটি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১৫ বছর আগে সেতুর দু’পাশের রেলিং ভেঙে গিয়েছে। সেতুটি দুর্বল হয়ে পড়েছে। সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে। রাস্তার একাংশ শূন্যে ঝুলছে।
গাড়ির চাকা বসে ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে । কেউই গুরুত্ব দিচ্ছেন না। এলাকাবাসীর প্রশ্ন মানুষের মৃত্যুর অপেক্ষায় রয়েছে কি প্রশাসন ? দ্রুত সেতু সংস্কারের দাবি উঠেছে।