নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: শুক্রবার ১৬,মে :: ১০ দফা দাবিতে বৃহস্পতিবার ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল সিপিআইএম। এদিন দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে এই স্মারকলিপি প্রদান করেন।
এদিন মূলত জব কার্ড ধারীদের জব কার্ড রিনিউয়াল করা, বাংলার আবাস যোজনার ঘরের তালিকা পুনরায় তৈরি করা সেই সাথে ওই এলাকায় জলা জমি ভরাটের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়া হয়। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। সাধারণ মানুষের জব কার্ডগুলোর একবার ল্যাপস হয়ে গেলে সেগুলো আর নতুন করে তৈরি হবে না।
সেই সাথে ওই এলাকায় যেভাবে জলা জমি ভরাট হচ্ছে তাতে আগামী দিনে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই সমস্ত কিছু মাথায় রেখে স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয় সমস্ত দাবি নেওয়া হয়েছে এবং সেগুলো নিয়ে বিবেচনা করা হবে।