নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাশোল :: শুক্রবার ১৬,মে :: বালি পাচারের পর এবার আন্তঃ রাজ্য কয়লা পাচার রুখল খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত্রি ১টা নাগাদ রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে পাইগড়া মোড়ের কাছে অবৈধ কয়লা বোঝাই একটি লরিকে আটক করা হয়।
পশ্চিম বর্ধমান থেকে বীরভূম হয়ে ঝাড়খন্ডে পাচারের উদ্দেশে অবৈধ কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। খয়রাশোল থানার পুলিশ অবৈধ কয়লা বোঝাই লরিটিকে আটক করে এবং চালককে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরিটিকে আটক করা হয় ও তাঁকে গ্রেপ্তার করা।
লরিটিতে ২০ মেট্রিক টন কয়লা মজুত ছিল। ধৃত চালকের নাম মেহেন্দর রায়। বাড়ি ঝাড়খণ্ডের বাজার মারিয়া গ্রামে। আজ তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত চালককে পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।