নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৬,মে :: পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ এবার প্রাণ কাড়ল এক ব্যক্তির। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার আওস গ্রামে ভাইপোর ধারাল অস্ত্রের কোপে নিহত হলেন জাইরুল হক মল্লিক নামে ৪৯ বছরের এক ব্যক্তির।
অভিযোগ, বাড়ি ফিরে গরুর জন্য খড় কাটার সময় ভাইপো আন্না মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আওগ্রামের জাইরুল হক মল্লিক তিন ভাইয়ের একজন।পারিবারিক ১০ বিঘা জমি বড় দাদা আসাদুল হক মল্লিক নিজের নামে লিখে নেওয়ায় দীর্ঘদিন ধরেই জাইরুল ও অপর ভাই আতাউর হকের সঙ্গে বিবাদ চলছিল।
এই নিয়ে সম্প্রতি সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। অভিযোগ, সপ্তাহখানেক আগে আসাদুলকে বেধড়ক মারধর করেন জাইরুল ও আতাউর, যাঁদের বিরুদ্ধে পুলিশ কেস রুজু হয়। ইতিমধ্যে ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছে আতাউর হক ও জাইরুলের ছেলে মিন্টু হক। দু’জনেই জেল হেফাজতে। আসাদুল চিকিৎসাধীন হাসপাতালে।
এদিকে, ঘটনার পর থেকে পলাতক ছিলেন জাইরুল। জানা যায় খড় কাটার সময় তার উপর হামলা চালায় ভাইপো আন্না মল্লিক, অভিযোগ নিহতের স্ত্রী আমিনা বেগমের। তাঁর দাবি, “আমার স্বামী গরুর জন্য খড় কাটছিলেন। সেই সময় ভাইপো আন্না কয়েক জনকে নিয়ে এসে তাঁকে ঘিরে ফেলে।
হাঁসুয়া, টাকনা দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়”। গুরুতর আহত অবস্থায় জাইরুলকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আন্না মল্লিক।