নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৭,মে :: সল্টলেকে বিকাশ ভবনের সামনে এখনও পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের। আজ ১১ দিন ধরে এই বিকাশ ভবনের সামনেই তারা ধর্ণা-অবস্থান চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে, ততদিন পর্যন্ত তারা এখানেই রাস্তায় বসে থাকবেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে নতুন করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দু-পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে অনেক শিক্ষক-শিক্ষিকা, এমনকি পুলিশকর্মীও আহত হন। পরিস্থিতি যাতে নতুন করে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে বিকাশ ভবনের বাইরে।