ক্রেতা সেজে সোনার দোকান থেকে সোনার অলংকার নিয়ে পালালো চোর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৭,মে :: হিলকার্ট রোডে শনিবার সকালে চুরির ঘটনা ঘটে। ক্রেতা সেজে সোনার দোকানে সোনা দেখবার নাম করে দোকান মালিকের নজর ঘুরিয়ে সোনার গয়না নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত জানা গেছে,দোকানের মালিক বিনয় কুমারের কথায়, “সকাল ১১টা নাগাদ এক ব্যক্তি এসে বাচ্চাদের জন্য সোনার গয়না দেখতে চান। আমি লকার থেকে গয়নার প্যাকেট বের করে কাউন্টারে রাখতেই, আচমকাই তিনি সেই প্যাকেট হাতে তুলে নিয়ে পালিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই সে চোখের আড়াল হয়ে যায়। আমি পিছু নিই, কিন্তু ধরতে পারিনি।”

চুরি হয়ে যাওয়া গয়নার আনুমানিক আনুমানিক বাজার মূল্য ২.৫ লক্ষ টাকা। দোকানের সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ রয়েছে, যা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের মতে, দিনে-দুপুরে এই ধরনের ঘটনা প্রমাণ করে যে এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =