নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৭,মে :: বৃহস্পতিবার কলিকাতার বিকাশ ভবনে রাজ্যের যোগ্য শিক্ষকরা একটি কর্মসূচি করছিলেন আর তারি রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের যোগ্য শিক্ষকদের ব্যাপকভাবে লাঠি দিয়ে পেটানোর তারই প্রতিবাদে এদিন গাজোল থানা মোড় এলাকায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন।তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাং জেলা সহ প্রমুখ সুজিত মন্ডল,মালদা বিভাগ এস এফ ডি প্রমুখ রূপ চাঁদ শীল,গাজোল কলেজ ইউনিট সম্পাদক জীবন ঘোষ,গাজোল নগর সম্পাদক নির্মল সিংহ থেকে শুরু করে আরো অনেকে ।
তারা জানান পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সম্মানিত শিক্ষকদের ওপর ব্যাপকভাবে লাঠিচার্জ করে, লাঠি দিয়ে ব্যাপকভাবে পেটানো হয় তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বলেন শিক্ষক পেটানো সরকার পদত্যাগ করা দরকার,অবিলম্বে শিক্ষায় রাজনৈতিক বন্ধ করতে হবে।
সম্মানিত শিক্ষকরা খায় লাঠি বাংলার প্রশাসন ব্যবস্থা হল তৃণমূল পার্টি। তাই শিক্ষক পেটানো সরকার আর নয় দরকার। এই বিষয় নিয়ে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন গাজোল থানা মোড় এলাকায়।