সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ১৭,মে :: বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের অভিযানে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার ঘটনায় পুলিশকে আরও সংবেদনশীল হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।
সেই সঙ্গে শিক্ষকদের বিকাশ ভবনের তালা ভেঙে ঢোকার ঘটনাকে সমচীন হয়নি বলে মনে করেন তিনি। সিঁদুর অভিযানে সেনাদের শ্রদ্ধা জানাতে বারুইপুরে পশ্চিম বিধানসভা বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংসদ সায়নী ঘোষশনিবার বারুইপুর কল্যানপুর পঞ্চানন তলা থেকে দক্ষিণ কল্যাণপুর পর্যন্ত অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে শুভেচ্ছা ও সম্মান জানাতে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়।
এর পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের কথা ভেবে ভাতা ঘোষণা করেছে কিন্তু বিক্ষোভকারীদেরও বুঝতে হবে রাজ্যের অবস্থা। ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ।
এই প্রসঙ্গে বিমানবাবু বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষকদের পাশে রয়েছে ইতিমধ্যেই এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন শিক্ষকদের নিয়ে আগামী দিনে বিধানসভা অচল করে দেবে। এই প্রসঙ্গে মৃদু হেসে বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিমান ব্যানার্জি। তিনি বলেন আগামী দিনে দেখা যাবে।