নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৮,মে :: তালা ঝুললো মালদার পাকুয়াহাট ডিগ্রী কলেজে। আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ মালদার এই কলেজে তালা দিল। তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেতা তথা এসটি সেলের রাজ্য সহ সভাপতি অমল কিস্কু এতদিন এই কলেজে পরিচালন কমিটির সভাপতি ছিলেন।
সম্প্রতি এই পদ থেকে অপসারণ করা হয় তাঁকে। এরপর আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ কলেজ গেটে তালা ঝুলালো। আদিবাসী সম্প্রদায়ের কোন প্রতিনিধি না থাকার জন্য এই আন্দোলন।
এর পেছনে বিশ্ববিদ্যালয়ের একাংশের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা অমল কিসকু। যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিশ্বজিৎ দাস।