নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাশোল :: রবিবার ১৮,মে :: কয়লা, সাদা পাথরের পর এবার খয়রাসোল থানার পুলিশের তৎপরতায় প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মাদক সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম হাসিবুর রহমান। তাঁর বাড়ি সাঁইথিয়া থানার সাহানগর গ্রামে।
উল্লেখ্য, কয়েকদিন যাবৎ অবৈধভাবে কয়লা,বালি, মূল্যবান পাথর ও বেশ কয়েকটি লরি সহ কয়েকজন পাচারকারীরা ধরা পড়ে খয়রাসোল থানা পুলিশের হাতে। বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে পাচারকারীরা খয়রাসোল থানার এই পথকে বেছে নেয়। কিন্তু তাঁদের ছক বানচাল করে দিচ্ছে খয়রাশোল থানার পুলিশ।
আজ ভোরবেলায় বিশেষ নজরদারি চালিয়ে এই থানার গোপালপুর মোড়ে ৫ লিটার অবৈধ মাদক সহ এক পাচারকারীকে আটক করে। মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা যায়। আজ রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে সাতদিন পুলিশী হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।