নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ১৮,মে :: গন্তব্যে যাওয়ার পথে দাউ দাউ করে জ্বলে উঠলো মারুতি ভ্যান। স্থানীয় সূত্রে খবর, মূল রাস্তা ছেড়ে লিঙ্ক রোড ধরে রবিবার সিমলাপাল থেকে পাঁচমুড়া রাস্তার উপর সিমলাপালেরই বাদাগেড়িয়া-কৃষ্ণপুর এলাকার মাদারিয়া জঙ্গলের মাঝে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে অসংখ্য মানুষ ভীড় করেন ।
যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও সিমলাপাল থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকলের তরফে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
মারুতি ভ্যানে আগুন লেগে যাওয়ার কারণে সিমলাপাল-পাঁচমুড়া ভায়া বাদাগেড়িয়া-কৃষ্ণপুর জঙ্গল রাস্তায় সাময়িক যানচলাচল ব্যহত হয়। যদিও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী যানচলাচল স্বাভাবিক বলে জানা গেছে।