সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৮,মে :: মহামায়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এবারে এই দাবা প্রতিযোগিতা প্রথমবার। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীগণ এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৫ বিভাগের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনান অন্তত ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি ও সংলগ্ন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রত্যেকটি বিভাগের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। বর্তমান কালে প্রজন্ম যেভাবে মোবাইলমুখী হয়ে পড়েছে, আবদ্ধতা বাড়ছে।
খেলাধুলার প্রতি আগ্রহ অনেকটাই কমেছে, মূলত সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এই উদ্যোগকে কুর্নিশ জানাতে হয়। এই ধরনের প্রতিযোগিতা বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি নিঃসন্দেহে উৎসাহিত করবে।