নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২২,মে :: জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাগরদিঘী মডেল ফিস ফার্মে সুফল বাংলা মৎস প্রকল্পের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন। মঙ্গলবার বিকেলে ফিতে কেটে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কর্মাধ্যক্ষ বাবু বক্সি সহ দপ্তরের আধিকারিকগণ ও অন্যান্য অতিথিবর্গ।
জেলাশাসক জানান, সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে বিক্রয় কেন্দ্র জেলায় এই প্রথম উদ্বোধন করা হলো আরো দুই জায়গায় মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে।
প্রতিদিন সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত এই বিক্রয় কেন্দ্র থেকে মানুষ সহজেই কম দামে টাটকা মাছ কিনতে পারবে। বড় সাগরদিঘী সরকারি ফার্ম থেকে মাছ ধরে সেই মাছ এই বিক্রয় কেন্দ্র থেকে বিক্রি করা হবে। অনেকে উপকৃত হবে এবং সরকারের আয় বাড়বে।