সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩১,মে :: পহেলা জুন থেকে আন্দোলনের ডাক দার্জিলিং জেলা সিপিআইএমের, উভয় সরকারের বিরুদ্ধে আগামী পহেলা জুন থেকে আন্দোলনের ডাক দিল দার্জিলিং জেলা সিপিআইএম।
দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক সমান পাঠক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয় জানান। পাশাপাশি মাটিগাড়ার ঘটনা নিয়ে তিনি সরব হন। ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।