সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: মঙ্গলবার ৩,জুন :: রাতের অন্ধকারে চলছিল মদ খাওয়া ও গালিগালাজ। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা। সেসময় মদ্যপরা হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ঢুকেও হামলা চালানো হয়। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় মারা গিয়েছে এক যুবক। মৃতের নাম সায়েম খান(৩০)।
রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। সোমবারও এলাকায় উত্তেজনা ছিল দিনভোর । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকুলতলা থানার বুইচবাটি বেলেচণ্ডী এলাকায় রাতে মদ্যপানের আসর বসেছিল ।
কয়েকজন যুবক মদ্যপানের পাশাপাশি ব্যাপক গালিগালাজ করছিল । সেসময় ইউসুফ খান, সায়েম খান-সহ স্থানীয় যুবকরা তার প্রতিবাদ করেন। রাতে একপ্রস্ত ঝামেলা হয় দু’পক্ষের। অভিযুক্তরা স্থানীয়দের মারধরের পাশাপাশি এলাকায় বোমাবাজি করে বলেও অভিযোগ। ঘটনায় দু’জন জখম হন।
সোমবার সকালে আবারও অভিযুক্তরা ওই এলাকায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ মহম্মদ কুতুবউদ্দিন-সহ তার দলবল এই হামলা চালিয়েছে।
এই ঘটনায় মোট পাঁচজন জখম হয় । তাদের প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালেই মারা যান সায়েম খান নামে ওই যুবক। আরও একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনায় বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তোলা হয়। ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে পুলিশ আশ্বাস দেয়। তারপরেই বিক্ষোভ ওঠে।