নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: মঙ্গলবার ১৭,জুন :: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বোলবাড়ি এটিএম লুট কাণ্ডে আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ফলে এই মামলায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এর আগে রবিবার ভোরে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হয় ২ জন সন্দেহভাজন দুষ্কৃতি।
তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১৫ লাখ ৪৮ হাজার টাকা। সোমবার বিকেলে বেলাকোবা রেঞ্জের বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তৃতীয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ইতিপূর্বে ধৃত তিন অভিযুক্তের মধ্যে আসলুপ খান( ৫৫) হরিয়ানা, এমডি শামসের খান (৩৭) বিহার এবং ইরফান খান রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছিল।
তিনজনের গ্রেপ্তারের পর ময়নাগুড়ি থানায় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার একটি সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত তথ্য প্রদান করে। এবারে যে চতুর্থ জনকে গ্রেপ্তার করা হল তার নাম নরেশ কোহলি, বাড়ি হরিয়ানায়।
পুলিশ সূত্রের খবর, রাত আটটা নাগাদ জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলের চৈলি বাড়ি থেকে এই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভোরের আলো থানার পুলিশ। ধৃতকে পরবর্তীতে ময়নাগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। আজ তাকে কোর্টে তোলা হবে।