সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ১৯,জুন :: ভারতবর্ষের সবথেকে কঠিনতম পরীক্ষা ইউপিএসসি। সেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে নিয়োগ হলেন রাজ্যের প্রত্যন্ত দ্বীপের যুবক। এই সাফল্যে খুশি সাগরদ্বীপের বাসিন্দারা।
ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিএসডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএমএ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরল শুভেন্দু মাইতি (২৪)। শুভেন্দু মাইতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার হরিণবাড়ি এলাকায়। শুভেন্দু মাইতি বাবা দেবাশীষ মাইতি ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সুবেদার।
বাবা ভারতীয় সেনাতে কাজ করার সুবাদে ভারতীয় সেনার প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল শুভেন্দুর। ছোটবেলা থেকে সেনাবাহিনীতে যাওয়ার একটা আগ্রহ শুভেন্দুর মধ্যে কাজ করতো। শুভেন্দুর এই সাফল্যে খুশির সাগরদ্বীপের এলাকাবাসীরা। কার্যত শুভেন্দুর বাড়িতে সাগরদ্বীপের বাসিন্দারা শুভেচ্ছা বিনিময় করার জন্য ভিড় জমিয়েছে।

