ভারতে ঢুকে পড়েছে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। কর্নাটকের মুখ্যমন্ত্রী বারবার যদিও দাবি করেছেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সবরকম পদক্ষেপ করা হচ্ছে। এতে আশঙ্কার কিছু নেই দেশবাসীর। এই আজ সংসদেও আলোচনা হবে বলে জানা গিয়েছে। এদিকে আবার গবেষকরা দাবি করেছেন ডেল্টার চেয়েও বেশি সংক্রমক করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট।
এত পাহারার পরেও শেষ পর্যন্ত রোখা গেল না তাকে। ভারতে হানা দিল ওমিক্রন ভ্যারিটেন্ট। দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২ ব্যক্তির শরীরে ধরা পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। কর্নাটকে ২ ব্যক্তির শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। যদিও কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছে এতে আতঙ্কের কিছু নেই। তাঁদের সংস্পর্শে কারা এসেছিলেন তাঁর খোঁজ নেওয়া হয়ে গিয়েছে। তাঁদের নমুনাও করোনৈা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে ওমিক্রন সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে আতঙ্ক ছড়িেয় পড়েছে।