নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২২,জুন :: ইতিমধ্যেই মালদা জেলার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসেবে নবনিযুক্ত হয়েছেন প্রাক্তন পুরাতন মালদা ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। নাম ঘোষণা হওয়ার পর থেকেই এখন শুভেচ্ছার ঝড় তাকে নিয়ে।
বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তৃণমূলের সৈনিকরা। উল্লেখ্য গতকাল সন্ধ্যায় রাজ্য নেতৃত্বের নির্দেশে বিভিন্ন জেলার রদবদল হয়েছে। তার মধ্যে মালদার নামটিও ছিল এবং মালদার নাম আসতেই মালদা জেলার তিন নেতা নেত্রীর নাম উঠে এসেছে ।
শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্বজিৎ হালদার,যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ মন্ডল, এখন নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রসেনজিৎ দাস।
তৃণমূলের মহিলা সভানেত্রী হিসেবে ছিলেন সাগরিকা সরকার এখন নবনিযুক্ত তৃণমূলের মহিলা নেত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রতিভা সিং। আর দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই বাড়িতে গিয়ে সকলেই শুভেচ্ছা বিনিময় করছেন। অন্যদিকে রবিবার সকালে তৃণমূলের নবনিযুক্ত শ্রমিক সংগঠনের জেলা সভাপতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত তৃণমূলের সৈনিকরা

