আরামবাগের বাঁধপাড়া এলাকায় বানভাসি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আরামবাগ :: বুধবার ২৫,জুন :: বর্ষা শুরু হতেই আবার বিপদের মুখোমুখি হুগলীর বিস্তীর্ণ অংশের মানুষ। দ্বারকেশ্বরের জল উপচে ঢুকে পড়েছে আরামবাগ শহরের ২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকায়। বিপদের সম্মুখীন একাধিক পরিবার। বাড়ির ভিতরেও জল ঢুকে যায়।

এর ফলে, পানীয় জলের নলকূপ ও নলবাহিত পানীয় জলের কলগুলিও উপচে পড়া জলে ডুবে যায়। এই পরিস্থিতিতে মানুষজন বাড়ি ছেড়ে দ্বারকেশ্বরের বাঁধের উপরে ত্রিপল খাটিয়ে, তাঁবু করে অস্থায়ী ভাবে আশ্রয় নিয়েছেন।

বানভাসি মানুষজনের দাবি, তাঁদের ত্রাণের আশ্বাস দিয়েছে আরামবাগ পুরসভা। কিন্তু দু’দিন পার হয়ে গেলেও কিছুই পাননি তাঁরা। এখানকার বাঁধপাড়ার ৩০–৮০টি পরিবার বাঁধে ত্রিপল খাটিয়ে আশ্রয় নিয়েছেন। কাজকর্ম নেই।

পুরসভার কাছে তাঁদের আবেদন, এই ক’টা দিন যাতে তাঁদের খাবার জোগান দেওয়া হয়, তা হলে পরিত্রাণ পাবেন তাঁরা। পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী অবশ্য আশ্বাস দিয়েছেন বলেই জানান তাঁরা। বৃষ্টি আর না হওয়ায়, শনিবার এলাকা থেকে জল কিছুটা হলেও নেমেছে।

এর ফলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন তাঁরা। কেউ কেউ বাঁধ থেকে নিজেদের ঘরে ফিরেছেন। জল বের করে ঘর গোছানোর কাজেই তাঁরা ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =