শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: শুক্রবার ২৭,জুন :: ভারতের তরুণ মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা আজ ইতিহাস সৃষ্টি করলেন। তিনি সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ প্রবেশ করেছেন এবং এই মিশনের মাধ্যমে তিনি ভারতের মহাকাশ ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করলেন।

মিশনের নাম: গগনযান-ইন্টারন্যাশনাল ক্রু ফ্লাইট । লঞ্চের স্থান: কেনেডি স্পেস সেন্টার, মার্কিন যুক্তরাষ্ট্র – তারিখ ও সময়: ২৬ জুন ২০২৫, রাত ৯:৩০ IST :: মিশনের উদ্দেশ্য: আন্তর্জাতিক সহযোগিতায় বৈজ্ঞানিক গবেষণা, কক্ষপথে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান সংক্রান্ত পরীক্ষা ।

মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর, শুভ্রাংশু এক ভিডিও বার্তায় বলেন: “আমি এই অসাধারণ অভিজ্ঞতা ভারতের সমস্ত তরুণদের উৎসর্গ করতে চাই। মহাকাশে পৌঁছেও মনে হচ্ছে আমি ভারতীয় মাটিরই প্রতিনিধি।” তিনি মহাকাশে ভারতের পতাকা উড়িয়ে একটি স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করেন।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন,“শুভ্রাংশুর সাফল্য ভারতকে গর্বিত করেছে। এটি ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির এক যুগান্তকারী মুহূর্ত।”

ভবিষ্যতের পরিকল্পনা:
শুক্লা ছয় মাস ধরে মহাকাশ স্টেশনে থাকবেন এবং নানা বৈজ্ঞানিক গবেষণার দায়িত্ব পালন করবেন। তাঁর মিশনের অভিজ্ঞতা ভবিষ্যতের মহাকাশ অভিযানে ভারতকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =