নদীতে তলিয়ে প্রাণ গেল দুই নাবালকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শনিবার ২৮,জুন ::  তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দুই বন্ধুর । শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর টাকুরির ডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে মৃতদের একজনের নাম অমিত রায় বয়স ১১ ও কমলেশ রায় বয়স ১২ ।

অমিত রায় দাদুর বাড়িতে বেড়াতে এসে তিন বন্ধু মিলে ধল্লা নদীতে দূপুর ২টা নাগাদ স্নান করতে যায়। জানা যায় এরপর তিনজনের মধ্যে দুইজন নদীর জলে পড়ে গিয়ে তলিয়ে যায় । স্থানীয়রা নদীতে ডুব দিয়ে তাদের উদ্ধার করে ।

স্থানীয়রা উদ্ধার করে চ্যাংড়াবান্ধা গ্রামীন হসপিটালে পাঠান সেখান থেকে তাদের স্থানান্তর করে এবং জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাঠান । দুজনকেই মৃত বলে ঘোষণা করেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছান ‌। কি করে এই মর্মান্তিক ঘটনা ঘটলো পুলিশ তা ক্ষতিয়ে দেখছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 1 =