সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৮,জুন :: আজ বিপদত্তারিণী পুজো, আষাঢ় মাসে বিপত্তারিণী পুজো হয়ে থাকে। প্রসঙ্গত জগন্নাথ দেবের সোজা রথ ও উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার থাকে সেই দিনগুলোতেই হয়ে থাকে বিপদত্তরিনী পুজো। আজ ছিল প্রথম পুজো এর পরে রয়েছে মঙ্গলবার।
শাস্ত্র মতে মা দুর্গার ১০৮ টি রূপের মধ্যে বিপদত্তারিণী হল একটি রূপ | এই পূজা করলে ভক্তদের ঘরে সুখ শান্তি বজায় থাকে আর্থিক স্বাচ্ছন্দ বজায় থাকে বিপদ আপদ কেটে যায়। এদিন দেখা গেল বিভিন্ন মন্দিরগুলিতে বিপদত্তারিণী পুজো দিতে ভক্তদের ভিড়।
শিলিগুড়ির মায়ের ইচ্ছা কালিবাড়িতেও সকাল থেকেই পুজো দিতে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। পুজো উপলক্ষে গোটা মন্দির ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়। শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ি শহরের আশেপাশের থেকেও অনেক ভক্ত এসেছেন মন্দিরে পুজো দিতে এমনটাই জানা যায়।