নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: রবিবার ২৯,জুন :: আইন কলেজেই আইনের ছাত্রী গণধর্ষণের শিকার প্রতিবাদে পথে বামেরা। বসিরহাটের হাড়োয়া সিপিএমের পার্টি অফিস থেকে হাড়োয়া বাজার অতিক্রম করে নাসিরহাটি রোড ধরে আবারো হাড়োয়া পার্টি অফিসে এসে শেষ হয় বামেদের বিক্ষোভ মিছিল।এই মিছিলে নেতৃত্ব দেন হাড়োয়া এরিয়া কমিটির সম্পাদক তথা বসিরহাট আদালতের বিশিষ্ট আইনজীবী আসিফ আলম, সদস্য অধীর রঞ্জন মল্লিক, সাবির আহমেদ, নাজিব মন্ডল এছাড়াও ছিলেন বাম নেত্রী লিলি আলম সহ একাধিক বাম নেতৃত্ব তাদের দাবি অবিলম্বে ধর্ষণকারীদের কঠোর শাস্তি দিতে হবে তা না হলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন।