সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৩০,জুন :: এবছর অন্যান্য বছরে তুলনায় অনেকটাই আগে রয়েছে দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন বিগ বাজেটের পুজো গুলি তাদের খুঁটিপূজো করা শুরু করে দিয়েছে। কারণ হাতে খুব একটা সময় নেই।
এদিন সকালে আশ্রম পাড়ার আমতলা যুব সমিতির খুঁটিপূজো অনুষ্ঠিত হয়ে গেল। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবার তাদের পুজো ৭৪ তম বর্ষে পদার্পণ করবে। থিম পুজো হচ্ছে। পুজোর বাজেট ১৭ লক্ষ টাকা। পূজোর চার দিন প্রসাদ বিতরণ কর্মসূচি থাকছে দর্শনার্থীদের জন্য। পাশাপাশি আরো কিছু সামাজিক কর্মসূচি রয়েছে।