নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইটাহার :: সোমবার ৩০,জুন :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমগ্র রাজ্যজুড়ে শুরু হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের উদ্যোগ। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর পঞ্চায়েতর পাহারাজপুর গ্রামে আজ রবিবার রেশন ডিলারের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হলো।
এদিন রেশন ডিলার অভিজিৎ বসু এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য জয় কুমার দাসের তত্ত্বাবধানে এলাকার সাধারণ মানুষের মধ্যে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়। উৎসবের আবহে ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ আনন্দের সঙ্গে প্রসাদ গ্রহণ করেন।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, “এরকমভাবে বাড়ির কাছে প্রসাদ পেয়ে খুব ভালো লাগছে, জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের সবার জন্য। আগে দূরে মেলায় গিয়ে প্রসাদ পেতাম, এবার নিজের গ্রামেই পেলাম।” অনেকে আরও বলেন, “এই প্রসাদ আমাদের মিলনের বার্তা দেয়, একসাথে ভাগ করে খেতে ভালো লাগে।”
জয় কুমার দাস জানান, “মানুষ যেভাবে এই প্রসাদকে সাদরে গ্রহণ করেছেন, তাতে বোঝা যায় ধর্মের ঊর্ধ্বে উঠে এই উৎসব সকলের।” তিনি আরও মন্তব্য করেন, “যারা এই প্রসাদ বিতরণ নিয়ে বিরোধিতা করেন, তারা কোনও ধর্মের মানুষই হতে পারে না।”