নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ধান কেটে ফসল তোলা শুরু করেছেন জগৎবল্লভপুরের চাষীরা। ঘুর্ণিঝড় জাওয়াদের জেরে ফসল নষ্টের আশঙ্কায় মাঠ থেকে ধান কেটে ফসল ঘরে তোলা শুরু করলেন জগৎবল্লভপুরের কৃষকরা।আগাম সতর্কতার বার্তা পেয়ে কাটা ধান মাঠেই প্লাস্টিক চাপা দিয়ে বৃষ্টি থেকে বাঁচানোর ব্যবস্থা করছেন তাঁরা। পাশাপাশি অনেকেই ধান কেটে তুলে নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। ধান ইতিমধ্যেই পেকে গিয়েছে। সেই পাকা ধানে বৃষ্টি পড়লে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তড়িঘড়ি ফসল তুলে নিচ্ছেন কৃষকরা।