নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার ৩০,জুন :: পূর্ব বর্ধমান জেলার,মেমারি কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল উঠলো পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকা । তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে পৌঁছায়। বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি মেমারি কলেজে ছাত্র সংগঠনের নেতৃত্বে কারা থাকবেন— তা ঘিরে শুরু হয় ক্ষমতা কেন্দ্রিক টানাপোড়েন। সেই দ্বন্দ্ব শনিবার রাতে রূপ নেয় খোলা রাস্তায় হাতাহাতিতে। ঘটনাস্থল ছিল মেমারি স্টেশন সংলগ্ন এলাকা।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেমারি থানার পুলিশ তিন ছাত্র নেতাকে গ্রেফতার করে। ধৃতরা হলেন—রুদ্রকান্ত ঘোষাল (২৪), গান্তার বটতলা এলাকার বাসিন্দা অর্ণব চৌধুরী (২২), দেহুরা এলাকার বাসিন্দা শেখ নায়েস আলি (২১), তালপাতা এলাকার বাসিন্দা
পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় উভয় গোষ্ঠীর পক্ষ থেকেই পাল্টা অভিযোগ জমা পড়েছে থানায়। একজন ছাত্র নেতাকে মাটিতে ফেলে মারধর করার অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ।