নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩০,জুন :: গাজোল ব্লক প্রশাসনের উদ্যোগে এবং গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক দিবসকে সামনে রেখে এক সচেতন মূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় গাজোলের পাঁচপাড়া এলাকায়।
শোভাযাত্রাটি গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়ে ছিলিমপুর পর্যন্ত যায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কচিকাচাদের একটি সচেতন মূলক ট্যাবলো ছিল চোখে পড়ার মতো। আগামী ৩ জুলাই প্লাস্টিক মুক্ত দিবস আর এই মুক্ত দিবসকে সামনে রেখে সচেতন মূলক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এই দিন উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস যুগ্ম বিডিও মীর সোহেল শেখাওয়াবত, গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর অর্মিলা রাজবংশী, উপপ্রধান রিনা কীর্তন, বিশিষ্ট সমাজসেবী নীহার মন্ডল সহ গ্রাম পঞ্চায়েতের সকল কর্মচারীবৃন্দ সহ এলাকার বাসীরা এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা