নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১,জুলাই :: তিরিশে জুন এই দিনটি হুল দিবস হিসাবে পালিত হয় । প্রতিবছর সাঁওতাল বিদ্রোহের স্মরণে এই দিনটি পালন করা হয়ে থাকে । এই ৩০ শে জুন সাঁওতালরা তৎকালীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ।
প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো হুল মহা দিবস । এই দিন আদিবাসী সিঙ্গেল অভিযান, বি. আর আম্বেদকর পার্টি অফ ইন্ডিয়া এবং বামফ্রন্টের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ ,
এই তিনটি দলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই সভা যাত্রাটি গাজলের সারা এলাকা পরিক্রমা করে বামন গোলা মোড়ে বিরসা মুন্ডা মূর্তিতে মাল্যদান করেন ।
এই দিন উপস্থিত ছিলেন মলিন কিস্কু মালদা জেলা আম্বেদকর পার্টি অফ ইন্ডিয়া সভাপতি, গাজোল ব্লক আম্বেদকর পার্টি অফ ইন্ডিয়া সভাপতি সুফল কিসকু। আদিবাসী সিঙ্গেল অভিযান (ASA)গাজোল ব্লক কমিটি
উপস্থিত ছিলেন
আদিবাসী সিঙ্গেল অভিযানের সভাপতি মোহন হাসদা, গাজোল ব্লক কার্যকারী সভাপতি শ্যামল মুরমু, গাজোল ব্লক সভাপতি বর্ষা বেশরা, আদিবাসী সিঙ্গেল অভিযানের গজল ব্লক সেক্রেটারি ভগণ সিরেন ও গোপাল হাসদা।