নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ১,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর অঞ্চলের মহেন্দ্রনগর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল একজনের । আহত আরো এক । মৃতের নাম গোবর্ধন মাইতি(৬৮) । দাদাকে বাঁচাতে গিয়ে আহত নারায়ণ মাইতির(৫৮)অবস্থা আশঙ্কজনক।
স্থানীয় সূত্রে জানা যায় বাড়িতে বিদ্যুতের লাইনের সমস্যা হওয়ায় বাড়ির মধ্যে তার নিয়ে কাজ করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় গোবর্ধন মাইতির। দাদাকে বিদ্যুৎপৃষ্ট হতে দেখে ছাড়াতে গিয়ে গুরুতর আহত হয় ভাই নারায়ণ মাইতি । তার অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।