নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার,২জুলাই :: দিনহাটা: সড়ক নিরাপত্তা বিষয়ে জন সচেতনতা গড়তে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির আওতায় একটি বাইক র্যালির আয়োজন করল দিনহাটা ট্রাফিক থানার পুলিশ।
রবিবার দুপুরে দিনহাটা থানার প্রাঙ্গণ থেকে বাইক র্যালিটি যাত্রা শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল হেলমেট ও সচেতনতামূলক বার্তা লেখা প্ল্যাকার্ড। র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া— বিশেষ করে হেলমেট পরিধান, বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা ইত্যাদি বিষয়ে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইনস্পেক্টর ভাস্কর বিশ্বাস, দিনহাটা ট্রাফিক ওসি মহাদেব শীল, থানার দ্বিতীয় ট্রাফিক অফিসার গোরা কুন্ডু, এবং টাউন বাবু আশরাফ আলম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কর্মসূচি সপ্তাহে একদিন করে নিয়মিতভাবে পালন করা হবে, যাতে জনসচেতনতা ধীরে ধীরে আরও মজবুত হয়