নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: বুধবার,২জুলাই :: আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে মেখলিগঞ্জ বিধানসভার চৌরঙ্গীতে কসবা কান্ডের তৃণমূল ধর্ষকদের ফাসির দাবিতে প্রতিবাদ মিছিল।
নেতৃত্ব দেন যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সহ সভাপতি জ্যোতি বিকাশ রায়। উপস্থিত ছিলেন ধুপগুড়ি প্রাক্তন বিধায়িকা মিতালি রায়, বিজেপি মন্ডল ১ এর সভাপতি সঞ্জীব রায়, জলপাইগুড়ি জেলা যুব বিজেপি নেতা শঙ্কর সরকার , মানস রায়, ও হরেন রায় প্রমুখ।