নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বুধবার,২জুলাই :: মাথাভাঙ্গা কলেজ মোড় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাঝামাঝি একটি নয়নজলিতে এনবিএসটিসির ঠিকা শ্রমিক দেবী দাস এর মৃতদেহ পাওয়া যায়। দেবী দাসের বাড়ি মাথাভাঙা শহরের দুই নং ওয়ার্ডের আমলা পাড়া এলাকায়।
তিনি দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ঠিকা শ্রমিক হিসেবে কাজ করেন। অন্যান্য দিনের মতো আজকেও তিনি কাজে যোগ দেন তারপর হঠাৎ করে কিভাবে নয়ানজুলিতে তার মৃতদেহ পড়ে রইল এই নিয়ে প্রশ্ন উঠছে।
খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ ময়নাতনদের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে পাঠানো হয় মাথাভাঙ্গা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।