আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নতুন ডায়ালাইসিস ইউনিট চালু, স্বস্তিতে রোগীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বুধবার,২জুলাই :: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আজ একটি অত্যাধুনিক নতুন ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হলো। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল এই নতুন ইউনিটের উদ্বোধন করেন। এসময় হাসপাতাল সুপার এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন এই ইউনিটে মোট ১০টি ডায়ালাইসিস বেড রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ জন রোগী পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগে ডায়ালাইসিস রোগীরা দারুণ খুশি। উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে হাসপাতালে পাঁচটি ডায়ালাইসিস মেশিন সচল ছিল।

তবে, অত্যধিক ব্যবহারের কারণে সম্প্রতি সবগুলো মেশিনই খারাপ হয়ে যায়, যার ফলে গত কয়েক মাস ধরে জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা বন্ধ ছিল। এখন নতুন দশটি মেশিন চালু হওয়ায় সংশ্লিষ্ট সকলে উচ্ছ্বসিত। এটি আলিপুরদুয়ারের ডায়ালাইসিস রোগীদের জন্য এক বিরাট স্বস্তির খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =