সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার,২জুলাই :: আষাঢ় মাসেও বিক্রি হচ্ছে ডাব। আষাঢ় মাস পড়ে গেল এখনো কিন্তু গরমের প্রকোপ যথেষ্ট পরিমাণে রয়েছে। তেষ্টা মেটাতে অনেকেই ডাবের জলের উপর ভরসা রাখছেন।প্রসঙ্গত আষাঢ় মাস পড়ে গেলেও এখনো গরমের প্রকোপ কিন্তু কমেনি। মাঝেমধ্যে বৃষ্টি হলেও, গরম এখনো বজায় রয়েছে। এদিন দেখা গেল বিভিন্ন এসএফ রোড এর বিভিন্ন ডাবের দোকান রয়েছে সেখানে দেদার বিক্রি হচ্ছে ডাব।
বিক্রেতারা জানিয়েছেন দাম কিছুটা বেশি হলেও গরমের কারণে বিক্রি হচ্ছে ডাব। যদিও এখন ডাবের সিজন নয়, যোগান কম দামও কিছুটা বেশি, কিন্তু তারপরও গরমের কারণে ডাবের বিক্রি বেড়েছে। কোন দোকানে ১০০ থেকে ১৫০ পিস ডাব বিক্রি হচ্ছে, কোন দোকানে তার থেকেও বেশি।