নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার,২জুলাই :: দিনহাটার জল সংকট নিরসনে পিএইচই দপ্তরের হস্তক্ষেপ চাইল পৌরসভা।
দিনহাটা শহরের তীব্র জল সংকট নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আজ কোচবিহারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর।
পৌর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে দিনহাটার বিভিন্ন এলাকায় জলের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এই সংকট নিরসনে আম্রুত প্রকল্পের আওতায় জলের সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কাজ চলছে।
এই নতুন পাইপলাইন স্থাপন ও সংস্কার কাজের কারণেই শহরের বিভিন্ন অংশে জলের লাইনে বিভ্রাট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।