প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করল হুগলি জেলা বিজেপি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ৩,জুলাই :: চুঁচুড়া পৌরসভার ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই পাননি মৌলিক পৌর পরিষেবা। পাশাপাশি পৌরসভার অধীনে কাজ করা অসংগঠিত শ্রমিকদের দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন বন্ধ রয়েছে বলে অভিযোগ।

এই দুই গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে এক প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করল হুগলি জেলা বিজেপি।

চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন চুঁচুড়া পৌরসভার অন্তর্গত দুই বিজেপি মন্ডল সভাপতি দেব মাল্য নিয়োগী ও তপন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থক।

মিছিল পৌরসভার গেটের সামনে পৌঁছাতেই পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে। এই সময় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপির কর্মীরা রাস্তার উপরেই বসে পড়েন ও পৌরসভার গেটের সামনে পথ অবরোধ করেন।

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বিজেপির এক প্রতিনিধি দল পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দল বাইরে এসে জানান, দীর্ঘদিন ধরে বেতন বঞ্চিত অসংগঠিত শ্রমিকরা যে ধরনায় বসেছিলেন, তাদের পাশে থাকার বার্তা দিতে এই কর্মসূচি।

বিজেপির পক্ষ থেকে সেই শ্রমিকদের চকলেট দিয়ে মিষ্টিমুখ করানো হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় যে, এই সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। পাশাপাশি পৌরপতিকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সমস্যার সমাধান করতে। না হলে চুঁচুড়া শহরে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =