এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের সেতু— দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু নির্মাণে জোরকদমে কাজ চলছে, ১৬০০ কোটি টাকার প্রকল্পে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁশবেড়িয়া :: বৃহস্পতিবার ৩,জুলাই :: হুগলি ও নদিয়া জেলাকে সংযুক্ত করতে নির্মিত হচ্ছে দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু, যা তার বিশেষ ডিজাইনের জন্য গোটা এশিয়ায় প্রথম।

প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে এই অভূতপূর্ব প্রকল্প। সুদূর ডেনমার্কের খ্যাতনামা ডিজাইনার কনসালটেন্সি সংস্থা এই সেতুর নকশা তৈরি করেছে, যা এই প্রকল্পকে আরও আন্তর্জাতিক মানের করে তুলেছে।

২০১৮ সালের শুরুতে প্রায় ২০০০ কর্মী ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। যদিও করোনা অতিমারির কারণে মাঝপথে কিছুদিন কাজ বন্ধ রাখতে হয়েছিল, বর্তমানে প্রায় ১০০০ জন শ্রমিক ও কারিগরি কর্মী দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা মোট নয়জন বিধায়কের একটি প্রতিনিধি দল সেতুর নির্মাণস্থলে পৌঁছান। তাঁরা পুরো প্রকল্পটির অগ্রগতি খতিয়ে দেখেন এবং নির্মাণ সংস্থার আধিকারিকদের সঙ্গে বিস্তারিত বৈঠকে বসেন।

কোথায় কোথায় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, কতদিনের মধ্যে কাজ শেষ হতে পারে—এই সমস্ত বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সদস্যরা জানিয়েছেন, এই সেতু চালু হলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র ৪০ মিনিট। ফলে হুগলি ও নদিয়া জেলার মানুষের যাতায়াতের সুবিধা বহুগুণে বেড়ে যাবে।

বৈঠকে বিধায়কেরা জোর দেন যাতে আগামী দিনে সাধারণ মানুষের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সমস্ত দিক থেকে পরিষেবার মান বজায় রাখা হয়। তাঁরা আশাবাদী, নির্ধারিত সময় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এই অত্যাধুনিক সেতুর কাজ সম্পন্ন হবে এবং তা রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eighteen =