ছাদের ফাঁক দিয়ে টপটপ জল, পোস্ট অফিসে পলিথিন খাটিয়ে গ্রাহক পরিষেবা দিচ্ছেন কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: বৃহস্পতিবার ৩,জুলাই :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে বর্ষা এলেই শুরু হয় জলযন্ত্রণা। পোস্ট অফিসের ছাদ চুইয়ে জল পড়া যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টপটপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে।আর সেই জল থেকে অফিসের কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী বাঁচাতে কোনো রকমে পলিথিন খাটিয়ে কাজ চালাচ্ছেন পোস্ট অফিসের কর্তব্যরত কর্মীরা। পোস্ট অফিসের ভেতরের মতো একই অবস্থা বাইরে রাস্তাতেও।

পোস্ট অফিসের সামনের রাস্তায় জল জমে জলযন্ত্রণার সৃষ্টি হচ্ছে। ফলে গ্রাহকরা আসতে গিয়ে ভিজে যাচ্ছেন, আবার অফিসের ভেতর ঢুকেও দেখা যাচ্ছে জলের দখল।

প্রতিদিন শত শত মানুষ এই পোস্ট অফিসে এসে নানা কাজ মেটান, কিন্তু এই ভগ্নদশার কারণে অফিসের কাজের গতি ধীর হয়ে যায়। ফলে গ্রাহকদের প্রয়োজনীয় কাজে দেরি হওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।

জানা গিয়েছে, এই পোস্ট অফিসের ছাদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এখনও স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি দপ্তর। বর্ষার সময় বিদ্যুৎ সংযোগ নিয়েও থাকে বিপদের আশঙ্কা, কারণ ভেতরে জমা জল থেকে শর্ট সার্কিটের ঝুঁকি থেকে যায় প্রতিনিয়ত।

এই পরিস্থিতিতে পোস্ট অফিসের কর্মীরা জানান, এই অবস্থায় প্রতিদিন কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং পরিষেবা স্বাভাবিক রাখতে এই সমস্যার স্থায়ী সমাধান একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =