নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ৩,জুলাই :: দুই পরিবারের বিবাদের জেরে মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির। এছাড়াও আহত হয়েছেন দুই পরিবার মিলে ছয় জন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মাথাভাঙ্গা এক নং ব্লকের বাকালীর টারি এলাকায়, জানা যায় মৃত্যু ব্যক্তির নাম দেবেশ্বর বর্মন বয়স ৬০ বছর, ওই এলাকারই বাসিন্দা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর ছয়েক আগে মৃত দেবেশ্বর বর্মনের ছেলে তাপস বর্মনের সাথে বিয়ে হয় সাকাতির হাট এলাকার এক যুবতীর, তবে বিবাহিত জীবন শান্তির ছিল না মাঝেমধ্যেই লেগে থাকত ঝামেলা।
বৃহস্পতিবার সকালে তাপসের স্ত্রীকে তার শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে রাখতে আসে এই নিয়ে শুরু হয় দু পক্ষের বচসা, এরপর শুরু হয় দুপক্ষের মারপিট।
তাপসের বাড়ির অভিযোগ তাপসের শ্বশুরবাড়ির লোকজন তাপসের বাবার মাথায় গুরুতর আঘাত করে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দেবেশ্বর বর্মন,
এরপর স্থানীয়রা আহত দেবেশ্বর বর্মন সহ আরো ৬ জনকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা দেবেশ্বর বর্মন কে মৃত বলে ঘোষণা করে।
বাকি ছয়জনের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের ছয়জনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন তারা।