নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বৃহস্পতিবার ৩,জুলাই :: সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে ‘বিচারের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ হলদিবাড়ির ধৈর্য্য নারায়ন হাই স্কুলে। আর জি কর ঘটনার এক বছর না পেরোতেই সাউথ কলকাতার ল কলেজে ছাত্রী ধর্ষনের ঘটনা অত্যন্ত লজ্জার।

আগামীতে যাতে এমন বর্বরোচিত পাশবিক ঘটনা আর না ঘটে বলে জানান স্কুলের ছাত্রী সুমি সরকার। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন স্কুল ছাত্রী সুমি সরকার, সুমাইয়া সরকার, স্বপ্না রায়।