নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবার ৩,জুলাই :: উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার। এলাকার ঘটনা বছর ৩২ এর মিন্টু পারুই। বিবাহিত এক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে যায় পরে বিবাহ বিচ্ছেদ এক গৃহবধূকে বিয়ে করে তার একটি কন্যা সন্তান ছিল। দীর্ঘ দিন ধরে মিন্টু পাড়ুই বিবাহিত স্ত্রী ও তার কন্যা সন্তানকে নিয়ে সংসার করতো।
গুণধর বাবা
এর মধ্যেই স্ত্রী বাইরে বেরোনোর সুযোগে তার কন্যা সন্তানকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি এই কথা বাইরে বেরোলে তাকে প্রাণে মারার হুমকি দেয়। বেশ কয়েকবার তার বিরুদ্ধে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ ।
তার শারীরিক অবস্থার অবনতি হলে পুরো বিষয়টা তার মাকে বলে। মা নির্যাতিতা কন্যা সন্তানকে নিয়ে গিয়ে সোজা হাড়োয়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । পকসো আইনে বাবাকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ।
ধৃত মিন্টুকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। নাবালিকা ছাত্রীর মেডিকেল পরীক্ষা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে অন্যদিকে আদালতে তার জবানবন্দী নেবেন ম্যাজিস্ট্রেট । স্বামীর যাতে কঠোর শাস্তি হয় তার দাবি জানিয়েছেন।