নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মন্তেস্বর :: বৃহস্পতিবার ৩,জুলাই :: একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভার আগে উত্তপ্ত হল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা এলাকা। সভাস্থল পরিদর্শনে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী।বিক্ষোভকারীরা হাতে কালো পতাকা ও ঝাঁটা নিয়ে ‘গো ব্যাক’ স্লোগানে সরব হন। মন্ত্রীর বিরুদ্ধে ওঠে ‘চিটিংবাজ’, ‘ধাপ্পাবাজ’ বলেও তীব্র কটাক্ষ। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনের সময় ছাড়া এলাকায় তাঁর দেখা মেলে না।
চার বছর ধরে বিধায়ক মুখ দেখাননি বলেই অভিযোগ। তাঁকে ‘ভোট পাখি’ বলেও কটাক্ষ করেন অনেকে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “এরা দলের কেউ নয়, ভাড়া করা লোক।পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে”। ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।