মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। এবার খোদ বাবা-মা সামাজিক বয়কটের স্বীকার। অভিযোগ, ছেলেদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: বৃহস্পতিবার ৩,জুলাই :: পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রামের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-মা’কে সামাজিক বয়কট করে রেখেছে খোদ নিজের সন্তানেরা। অভিযোগ, ইলেকট্রিক বন্ধ, কল বন্ধ ও জলও বন্ধ। পাশাপাশি খেতেও ঠিকঠাক দেওয়া হয় না। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

অবশেষে স্থানীয় বরিদা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় সুভাষ জানা ও তাঁর স্ত্রী। কিন্তু সুভাষবাবুর ছেলেরা কোনভাবেই তাঁর নিজের বাবা-মা’কে বাড়িতে রাখতে নারাজ। তারজন্য চিন্তায় ভেঙে পড়েছে এই অসহায় বয়স্ক দম্পতি।

তবে এ প্রসঙ্গে বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, বরিদা গ্রামে সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা দরখাস্ত করে, ১৫ দিন আগে তার সন্তানদের আমরা নোটিশ করে ডাকি,

বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছেন না, তাদেরকে অবহেলা করা হচ্ছে, ফলে আমরা তার সন্তানদের ডেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নি।

সেই সভায় দুই পুত্র উপস্থিত হয়েছে কিন্তু আর দুজন উপস্থিত হয়নি। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে গেলে তরুন জানা বলেন আপনারা কেন এই সামান্য বিষয়ে সময় নষ্ট করছেন। আমার হাতে এতো সময় নেই। তারপর আমরা পঞ্চায়েত অফিসে আলোচনা স্থগিত করে তার গ্রামে গিয়ে আলোচনা বসার প্রস্তুতি দিলাম।

কিন্তু তবুও তার ছেলেরা তাতে রাজি হয়নি। ফলে নিরুপায় হয়ে আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছে, ফলে পুলিশ প্রশাসনের পাশে সেই পরিবার যাতে সাহায্য ও পান সেই আশাই আমরা করব। কিন্তু কবে এই জটিলতা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এই অসহায় দম্পতি। তা নিয়েই হতাশায় দিন গুণছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 18 =