নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৩,জুলাই :: ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরের চন্ডীদাস বাজারে প্রাতভ্রমণ ও চায়ের আসরে ডুগডুগি হাতে চেয়ারে বসে দিলীপ ঘোষ। কার ডুগডুগি বাজাবেন? উত্তরে জানালেন যার বাজবে সেই বুঝবে!
বর্তমান রাজ্য রাজনীতি নিয়ে ও শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়া নিয়ে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ । তিনি জানালেন শমীক ভট্টাচার্য অভিজ্ঞ নেতা আর আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব।
রাজ্য সভাপতি নির্বাচনের দৌড়ে তিনি ছিলেন না, কোনদিন কোন দৌড়ে দিলীপ ঘোষ থাকে না। সকাল থেকে দৌড়ে বেড়ায় ঠিকই কিন্তু পদ লাভের প্রতিযোগিতায় থাকেন না।